ওয়েটিং রুম
মোস্তফা জামাল গুমুজি
ওয়েটিং রুমে বসে আছি, হাতে আছে সময় কম,
সাজাই, গুছাই, বদলাই কিছু, ভুলে যাই সে কথা যেন!
বাতি নষ্ট? বদলে দিলাম, আলো যেন ঠিকঠাক থাকে,
ময়লা পড়ে? ঝাড়ু কিনে, ঝাড়ু দিলাম আপন হাতে।
চেয়ারটা কি আরামহীন? নিলাম একটা আরাম ক’রে,
রুমের মাঝে সাজিয়ে দিলাম, রঙিন আলো জ্বেলে জ্বরে।
তারপর যখন বসতে যাবো, ক্লান্ত দেহে খানিক ছোঁবে,
ট্রেনের হর্ন—ডাকল আমায়, উঠতে হবে, ছাড়তে হবে!
জন্ম থেকে এই দুনিয়াতে এলাম আমি কত আশা,
ভুলেই গেলাম এ জীবন তো সামান্য এক বিরাম মাত্র!
অবাক লাগে, কী যে করি! সাজাই আমি ক্ষণিক ঘর,
ভুলে যাই যে মূল ঠিকানা, মৃত্যুর পরে পরপারে দর।
হে পরওয়ারদিগার! দাও আমায় সত্য বুঝবার তৌফিক,
এই দুনিয়ার মোহ কাটিয়ে করি যেন তোমার দিক!
📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal