তোমার চোখে ভালোবাসা দেখিনি
মোস্তফা জামাল গুমুজি
তোমার চোখে ভালোবাসা দেখিনি,
শুধু দেখেছি শূন্যতার ছায়া।
শব্দহীন এক নিঃসঙ্গ দৃষ্টি,
যেন একলা পথের মায়া।
খুঁজেছি সেখানে কোমল স্পর্শ,
যেখানে হৃদয়ের ভাষা বলে।
কিন্তু পেলাম কেবল নীরবতা,
একটি গল্প, অসম্পূর্ণ ছলে।
তবুও মন আজও প্রশ্ন করে,
সত্যিই কি ভালোবাসা ছিল না?
নাকি আড়ালে লুকিয়ে রেখেছিলে,
সেই অনুভূতি, বয়ে চলা শীর্ণ ধারা?
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal