সে কি জানে
লেখাঃ মোছাঃরহিমা খাতুন
যাহার জন্য মোর এত পরিবর্তন,
সে কি জানে কতটা বদলে গেছি?
আকাশ চিনতে শেখালো যে,
সে কি জানে আকাশ এখন আমার কতটা আপন।
বন্ধ হলো কথার আদান প্রদান,
তবুও সে কি শুনতে পায়?
ফুল পাখি আর বৃষ্টির সাথে মোর কত ভাব?
গোধূলি বেলায় করি বিচরণ,
সূর্যকে জানাতে বিদায়।
মাঝ রাতে ঘুম ভেংগে ছুটে যাই দেখতে চাদের কিরণ।অবাক হয়ে ভাবি মোর একি পরিবর্তন?
দৃষ্টি শুধু প্রকৃতি খোজে,
বৃষ্টিতে ভিজে মন।
উড়ন্ত পাখির ডানায় ভাবিয়া নিজেরে,
দিবানিশি উড়ি মুক্ত নীল আকাশে।