শেষ লেখা কবিতা
লেখিকাঃসুখহীন স্বপ্ন ভিখারিনী (মোছাঃ রহিমা খাতুন)
হঠাৎ করে খবর পেলে
হয়ে গেছি দূর-আকাশের তারা।
খুঁজবে কি খুব করে?
হবে কি দিশেহারা?
আমি নেই কোথাও
ফিরবনা কখনো আর।
অশ্রু ভেজা নয়নে
চেষ্টা করবে মানার?
মাঝরাতে ঘুম ভেঙ্গে
ডাকবে কি আমায় ভুলে?
নাকি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলবে
ভালোই হইছে গিয়েছে চলে।
ভুলে যাবে সেই দিনগুলো?
হাজারো স্বপ্নে সাজানো।
যদি হই আকাশের তারা
তুমি হবে কি দিশেহারা?
স্মৃতির পাতায় যত্ন করে
রাখবে কি আমায়?
দূর-আকাশে চেয়েচেয়ে বলবে?
ভুলিনি তো তোমায়।
জোছনার আলো দীঘির জলে
নামবে যখন রাতে।
খুব করে কি চাইবে বলো
হাত রাখতে হাতে।
বৃষ্টি ভেজা সকালগুলোয়
রাখবে কি আমায় মনে?
হাহাকার ভরা দীর্ঘশ্বাস ছেড়ে
বলবে কি ভালোবেসে ছিলাম গোপনে?
হঠাৎ করেই হারিয়ে যাবো
পাবেনাকো তার খোঁজ
দূর-আকাশে খবর নিও
বেঁচে থেকেও মরেছি রোজ রোজ।
(কবিতাটির নাম একজনের দেওয়া)