প্রভুর আশ্রয়
মোস্তফা জামাল গুমুজি
হে আল্লাহ! আশ্রয় চাই,
দুঃখ-দুশ্চিন্তা যেন না পাই।
অসহায় মন, ক্লান্ত প্রাণ,
তোমার রহমত দাও অবিরাম।
অপারগতা দূর করো তুমি,
অলসতা যেন না পায় ভূমি।
কৃপণ হৃদয় মুক্তি পাক,
ভীরুতা যাক, সাহস থাক।
ঋণের ভারে যেন না ডুবি,
মানুষের জুলুমে পথ না হারাই।
তোমার করুণা করো বর্ষণ,
সুখ-শান্তির দাও বিস্তারণ।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal