নির্লিপ্ত হাসি
মোস্তফা জামাল গুমুজি
হাসছি আমি, দেখছে সবাই, সুখী মুখের ছবি,
অথচ ভেতর কাঁদছে হৃদয়, জানে না কেউই কভি।
একাকিত্বে দগ্ধ আমি, নিঃশব্দ এক যোদ্ধা,
দুঃখ চাপি, কষ্ট লুকাই, যেন কিছুই না ঘটে।
বাহিরে আমি দৃঢ়, অটল, শিখর ছোঁয়ার বাসনা,
ভেতরে আমি বৃষ্টিভেজা, এক ক্লান্ত অবাক রোদ্দুর।
কেউ বলে, “আমি আছি পাশে,” সময় গড়ায়, বদলে যায়,
বিশ্বাসেরা গুঁড়িয়ে পড়ে, ব্যথার ছায়া দীর্ঘ হয়।
সমাজ তো চায় সুখী মুখ, দুঃখে কারো দরকার নেই,
তাই আমি মুখোশ পরে, নির্লিপ্ত হাসি দেই।
না চাই কারো সহানুভূতি, না চাই কারো হাত,
নিজেকেই আপন করবো, এটাই সত্যি প্রাপ্ত।
ভেতরের ভাঙা তুমিটাকে কেউ না দেখুক, না বুঝুক,
নতুন করে আর কেউ না ভাঙুক, তুমি বরং ভালো থাকো তোমার মতো।।
📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal