ব্যাচেলর জীবন
মোস্তফা জামাল গুমুজি
এক কাপ চা, একাকী সন্ধ্যা,
রুমের কোণায় স্বপ্নের গন্ধটা।
বিছানায় ছড়ানো বই আর জামা,
এভাবেই কাটে ব্যাচেলর ডেরা।
রান্নার হাল, তেলে পোড়া বাসন,
কখনো আলু, কখনো ডিম ভাজা ration।
মেসের বন্ধুরা সবাই আপন,
তবুও মনে একাকীত্বের কষ্ট গোপন।
মাস শেষে হিসাব মেলে না,
টাকা যেন বাতাসে উড়ে যায় হানা।
গ্যাসের বিল, বাসা ভাড়া,
পকেটে পড়ে অর্ধেক তারা।
তবুও স্বপ্ন দেখে মনটা উঁচু,
একদিন হবো সবার চেয়ে কিছু।
আজকের কষ্ট, হাসির খেলা,
একদিন ফিরবো, বউ থাকবে বেলা।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal