সোনালি শৈশব ও পাখির ডাক
মোস্তফা জামাল গুমুজি
যেখানে পাখি, সেখানে প্রাণ,
ডালে ডালে সুরের গান।
প্রকৃতি জাগে মিষ্টি সুরে,
ভোরের হাওয়ায় মন যে উড়ে।
শৈশবে কত ঘুরেছি বনে,
পাখির ডাকে হৃদয় বনে।
ডাকে ডাকে ডেকে উঠতাম,
তাদের সুরে সুর মিলাতাম।
নীল আকাশে ওড়ার স্বপ্ন,
শিশু মনে রঙিন কল্পনা।
সেই দিনগুলো কোথায় হারালো?
পাখির মতো মন যে কাঁদলো।
আজো যখন ভোরে শুনি,
সেই সুরেলা মিষ্টি বাণী।
মনে পড়ে হারানো দিন,
স্মৃতির পাতায় ফিরে যাই আমি।
**তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার**
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal