মোনাজাত
কবিঃ গুমুজী ( মোস্তফা জামাল )
লিখার তারিখঃ ২৪/ ০৭/ ২০০১ ইং
রোজঃ- মঙ্গলবার
হে খোদা দয়াময়
রহমান রিহীম,
সৃষ্টি কর্তা তুমি
আসমান-জমিন।
অন্ন দাতা তুমি
সকল প্রানীর।
মাফ কর গুনাহ্ তুমিই
নাফর মানির।
আসমান রেখেছো তুমি
খুঁটি ছাড়া ঠাঁই।
এমন রব তুমি ছাড়া
আর কেউ নাই।
গুনার সাগরে মোরা
কুল কিনার হারা
কে তুলিবে? মোদেকে,
শুধুই তুমি ছাড়া।
পাইনা যে আমি আর
কোনই দুয়ার,
ক্ষমাদাতা নাই যে
তুমি ছাড়া আর।
তুমি আশা ভঙ্গকারী
কর তুমিই পুরন,
তুমি ইজ্জত দানকারী,
কর তুমিই হরণ।
কবুল কর শওগাত টুকু,
‘গুমুযী’ জামালের,
রাখ তুমি তাকে উপর,
পূর্ন কামালের।
তুলেছি খোদা মোর
নম্রতার দু হাত।
কবুল কর হে মুজিব
বান্দার মোনাজাত।