পাঁচ মামা
আমার জিনি বড় মামা,
তাকে, চিনে না বল? কে বা।
প্রভুর সৃষ্টি মাখলুকের,
করেন তিনি সেবা।
তাকে চিনিতে হবে নাকো দেরি,
নাম তাঁর আব্দুল বারি,
রোগ দেখে ঔষধ দেন,
করেন ডাক্তারি।
আমার মেজ মামা জিনি,
নাম আলমগীর, সে এক কবি।
গল্প লেখেন জ্ঞান খাটিয়ে,
আর্ট করেন ছবি।
বাংলাদেশের সেবক তিনি,
চাকরী মিলিটারী।
অনেক দিন পর পর,
আসেন তিনি বাড়ী।
আমার সেজ মামা,
সেতো ভালো ছেলে।
সবাই, আদর করে ডাকেঃ
হারুনুর রশিদ বলে।
কাজ কর্ম করেন তিনি
বাবার সংসারী।
হাটের দিনে করেন, তিনি
নিজেই দর্জি গিরি।
চতুর্থ মামা আমার যে,
নাম গোলাম রাব্বি।
মাথা ভরা চুল তাঁর,
বাবরী বাবরী।
নাইন ক্লাসে করে
সে, লেখা পড়ি।
অবসরে কাজ তাঁর
শুধু ঘোরাঘুরি।
সবার ছোট মামা আমার
নাম সাইফুল ইসলাম।
ব্যবহার খুব ভালো,
মুখে হাঁসির কালাম।
বেড়ান না তিনি বেশি,
আত্মীয়ের বাড়ী।
বৈকাল বেলা বাহির গেটে
করেন পায়চারী।