ভুল নারীর ছায়া
মোস্তফা জামাল গুমুজি
পরিশ্রমে গড়েছি স্বপ্ন,
পাহাড় সমান সমৃদ্ধি।
ঘাম ঝরিয়ে কাটিয়েছি দিন,
সফলতার ছিলো নির্ভরতা দৃঢ়তি।
কিন্তু ভাগ্য কি সব মানে?
ভুল নারীর ছায়া যদি পড়ে,
সোনার প্রাসাদ ভেঙে পড়ে,
স্বপ্নগুলো ধুলোয় মিশে মরে।
শান্তির ঘরে ঝড় উঠে,
কথার বিষে হৃদয় জ্বলে,
সম্পদ থাকলেও নিঃস্ব মনে হয়,
ভুল সম্পর্ক জীবনের কাল হয়ে রয়।
তাই বলি ভাই, ভুল করো না,
সুখের নীড়ে দুঃখ ডেকে আনো না।
সম্পদ নয়, শান্তি আসল,
ভালোবাসায় ভুল হলে— জীবন নশ্বর।
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal