যুবকের ঈদ
মোস্তফা জামাল গুমুজি
যারেই ফোন দেই,
সেই কয়— “শ্বশুর বাড়ি আছি” 🙂
বন্ধুরা সব উধাও হইলো,
আমার ঈদটাই ফাঁকি!
নামাজ শেষ, কোলাকুলি,
তারপর সবার ছুটোছুটি।
আমি শুধু একলা বসে,
মনে মনে করি হিসাব কষে।
সজল, রুবেল, কামরুল ভাই,
সবাই নাকি ব্যস্ত তাই!
শ্বশুর বাড়ির মাংস খেয়ে,
ভরপেট ঘুমে দিবে ঢেঁকুর তুলিয়ে।
আমার ঈদ? সেই পুরনো,
এক কাপ চা, কিছু স্মৃতি।
বন্ধুদের ফোনে শুধু শুনি,
“ভাই, শ্বশুর বাড়ি আছি!” 🙂
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal