অদৃশ্য চাঁদ
মোস্তফা জামাল গুমুজি
তোমাকে চাঁদ বলতে,
আমার ভীষণ ভয় হয়…
তাই কোন দিন বলবো না,
না বলা ভালো হয়।
যেদিন বলবো চাঁদ,
সেদিন অন্ধ হবে সবাই।
আমি ছাড়া আর কেউ,
দেখবে না তার রূপ-রশ্মি নাই।
আকাশ জুড়ে নীরব আঁধার,
তবু চাঁদ থাকবে জেগে,
আমার চোখে, আমার মনে,
তোমার ছায়া রবে।
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal