ভরসা
মোস্তফা জামাল গুমুজি
ভয় নেই, সহসা, কেঁপে উঠবে ভূমি,
ভাঙবে নগর, তবু থাকো তুমি স্থির, নতুমি।
আকাশের নিচে, মাটিরও তলে,
নিয়তির রেখায় লেখা সব চলে।
নড়বড়ে ইট, কাঁচের শহর,
ধুলোয় মিশে যাবে কিছু প্রহর।
তবু বুকের ভিতর আলো জ্বালো,
ভরসার দ্বীপ জেগে থাকো ভালো।
আকাশ ভেঙে পড়লেও থেমে যেও না,
ভয় জয় করো, শক্তি হারিও না।
ভূমিকম্প আসুক, আসুক ঝড়,
তবু স্বপ্ন বাঁচুক, থাকুক জ্বলজ্বল।
পথ খুঁজে নেবে দিগন্তের চিতা,
বেঁচে থাকবে স্বপ্ন, থাকবে জনতা।
ভাঙার মাঝে গড়ার স্বপ্ন,
বেঁচে থাকার নামই জীবন।
শনিবার, ২৯ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal