সাহসী কণ্ঠ
মোস্তফা জামাল গুমুজি
সংসদ কাঁপে এক সাহসী কণ্ঠে,
ইসলামের চেতনা হৃদয়ে ধরে,
প্রশ্ন ছুঁড়ে দেয় বজ্রের মতো,
ন্যায়ের শপথ যে হৃদয়ে ভরে।
ঈদের আগে বন্ধ হয় দোকান,
পূজার নামে রুদ্ধ বাজার,
কিন্তু রমজানে খোলা থাকে,
মদের শত শত বিক্রেতার।
হে ন্যায়বিচার! কোথায় তুমি?
কেন দ্বিমুখী এ নিয়ম আজ?
একজন দাঁড়ায় সত্যের পক্ষে,
তার কণ্ঠে সাহসের সাজ।
তুমি ভাই, কলিজা যে আগুন,
যে আগুন দ্বীনের পথে জ্বলে,
তোমার প্রতিবাদ বজ্রসম,
প্রতিধ্বনি হবে যুগে যুগে চলে।
📅 ২৯ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal