অফার সীমিত
✍ মোস্তফা জামাল গুমুজি
পীর সাহেব চললেন মক্কা, উমরাহ করার তরে,
আমিরে জামায়াত বসলেন ই‘তিকাফের ঘোরে।
বেগম লন্ডনে সময় কাটান, দূর হতে দেন খবর,
ইউনুস স্যার চিনে ঘোরেন, গবেষণার লড়াই জবর!
ঢাকার বিপ্লবীরা নিজ গ্রামে, করছে খানিক বিরতি,
রাজপথে নেই আজ কেউ, নেই আন্দোলনের স্মৃতি।
তবুও ঢাকার দরজা খোলা, আসার যদি থাকে মন,
চট করে ঢুকে পড়ো আপা, অফার চলবে না অনন্তক্ষণ!
📅 ২৯ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal