ভাঙা পরিবারের গল্প
মোস্তফা জামাল গুমুজি
যেখানে ঘরের আলো নিভে যায়,
সেখানে চাঁদ জ্বেলে কী হবে?
যেখানে হৃদয়ের কথা হারায়,
সেখানে বাহিরের দরকার কী রবে?
যদি আপনজন বোঝে না ব্যথা,
বাইরের মানুষ কী বুঝবে?
যদি সমস্যার সমাধান খুঁজি,
পরের দরজায়, কে হাসবে?
পরিবার তো আশ্রয় হয়,
দুঃখে, কষ্টে, ক্লান্তিতে,
যদি সেই আশ্রয় ফাঁকা থাকে,
কী লাভ এ জীবনের গভীরতাতে?
যেখানে সমস্যা বাহিরে যায়,
সেখানে বিশ্বাস মরে গেছে,
সেখানে রক্তের টান ফুরিয়েছে,
পরিবারও শেষ হয়ে গেছে।
📅 ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal