হামি ত বড়লোক হয়েগেছি!
মোস্তফা জামাল গুমুজি
হামি ত বড়লোক হয়েগেছি!
আজকে দেখো হামার গাড়ি,
ঝকঝকে রঙ, উজ্জ্বল আলো,
চলছে হামার সোনার গাড়ি!
কালও ছিলাম ফুটপাতে,
পায়ে ছিলো ছেঁড়া স্যান্ডেল,
আজকে হামার জুতো দেখো,
টোকাও দিলো একজোড়া ফন্দেল!
হামার হাতে সোনার ঘড়ি,
পকেটে আছে মোটা টাকা,
কালকে যারা হাসত হামায়,
আজকে দেয় সালাম ঢেঁকা!
রেস্টুরেন্টে খাই যে আজ,
পোলাও-কোর্মা, নানরুটি,
চায়ের দোকান যাওয়া ভুলেছি,
ঝাঁকে ঝাঁকে এখন বউ খুঁটি!
হামি ত বড়লোক হয়েগেছি!
সবাই দেখে অবাক হয়ে,
গরীব ছেলেটা হলো ধনী,
সাফল্য এলো সোনার রথে!
📅 ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal