সময়ের স্রোত
মোস্তফা জামাল গুমুজি
এই তো সেদিন, ছবিটি তুলেছি,
হাসি ছিল চোখে, স্বপ্ন ছিল মনে,
সময় চলে গেলো, উড়ে গেলো যেন,
স্মৃতির পাতায় শুধু রইলো তার গানে।
সতেরোটি বছর কোথায় গেলো?
তারুণ্য হারালো কোন সন্ধিক্ষণে?
চুলে এলো রূপোর আভা,
আয়নার মাঝে বদলেছে দৃষ্টিকোণে।
একদিন আমিও হারিয়ে যাবো,
স্মৃতির পাতায় ধুলো জমবে ধীরে,
যারা হৃদয়ে রাখতো আমায়,
তাদেরও একদিন ডাকবে মাটি নিচে।
এটাই সত্য, এটাই জীবন,
সময় কারো জন্য থামে না,
তবু কিছু কথা, কিছু ভালোবাসা,
অমর হয়ে রয়ে যায়, হারিয়ে না।
📅 ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal