ভালোবাসার ভাষা
মোস্তফা জামাল গুমুজি
পুরুষ বলে কাজে আমি,
ভালোবাসা মুখে নাই।
নারী চায় সে কথার সুধা,
মনের কথা শুনতে চাই।
দায়িত্বে তার মিশে থাকে,
অবুঝ ভালোবাসা।
নারী ভাবে চুপটি কেন,
কোথায় আবেগ ভাষা?
চোখের তারায় স্বপ্ন আঁকে,
ছায়া ফেলে পাশে।
নারী বোঝে না সে ভাষা,
চায় শুনতে ভালোবাসে।
সমঝোতায় মেলে পথ,
দুটি মনেই ব্যথা।
একটি ভাষায় বাঁধলে যখন,
ভালোবাসে হবে কথা।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal