জীবনের মূল্য
মোস্তফা জামাল গুমুজি
টাকার গরমে উড়লো যারা,
জীবন কিনতে পারেনি তারা।
স্বপ্নে ছিলো রাজ্য ভরা,
কিন্তু হঠাৎ সবই সারা।
ছেলের হাসি, বাবার ব্যথা,
ভালোবাসায় ভিজলো পথা।
দুটো হৃদয় একসাথে বেঁধে,
ভাগ্যের বাঁধন খুললো ধীরে।
ছেঁড়া জামায় লুকায় আশা,
মানবতায় ফুটে ভালোবাসা।
টাকা নেই, তবু ধনীর মন,
পড়ে রইল প্রেমের পন।
জীবন মানে নিঃস্বার্থ দান,
ভালোবাসায় হৃদয় খান খান।
টাকা যতই থাক, জানি না,
জীবন কিনতে পারিনি না।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal