ভালোবাসার শিল্প
মোস্তফা জামাল গুমুজি
মহান প্রেমিক তৈরি হয়, জন্মগ্রহণ করে না,
ভালোবাসা শিল্প—যেখানে হৃদয়ই রঙ, আত্মা তুলি।
যখন একজন পুরুষ সেই শিল্প রপ্ত করে,
তখন এক নারীর জীবনে সে সৃষ্টি করে জাদু।
ভালোবাসা নারীর কাছে কেবল অনুভব নয়—
এ এক রূপান্তর, এক ভেতরের বিপ্লব।
যখন সে ডুবে যায় সেই গভীর সাগরে,
সে বদলে যায়—সে হয় দীপ্তিময়, প্রস্ফুটিত।
ভালোবাসা হয় তার জন্য আশীর্বাদের মতো,
অক্সিজেন যা প্রাণে জাগায় গান,
উষ্ণতা যা সে নিরাপত্তায় অনুভব করে,
আলো যা তার দৃষ্টিকে করে স্বচ্ছ ও রাঙা।
সে এই ভালোবাসা চায়, দুর্বলতা নয় কারণ,
বরং সে সৃষ্টি হয়েছে ভালোবাসা অনুভবের জন্য।
এই ভালোবাসা তার জন্মগত অধিকার—
যা তার হৃদয়কে করে উদ্দীপ্ত, করে নৃত্যমান।
প্রতিটি নারী একবার অন্তত—
এই জাদু অনুভব করুক, এই সুরের ছোঁয়া পাক।
জানুক, ভালোবাসা কীভাবে চকলেটের মতো গলে,
বীজের মতো জীবনের প্রতিশ্রুতি দেয় মাটিতে।
ভালোবাসা যখন হয় গভীর ও নিষ্ঠাবান,
তখন তা বিলাসিতা—এক অসাধারণ রত্ন।
আর যখন এমন ভালোবাসা সে পায়,
সে হয়ে ওঠে আলাদা—এক জ্বলন্ত প্রদীপ।
তার চোখে জ্বলে এক অদৃশ্য আলো,
যা উপেক্ষা করতে পারে না পৃথিবীর কোনো কোণ।
সে আর নিজের মূল্য নিয়ে সংশয়ে থাকে না,
ভালোবাসা তাকে দেখায়—সে কতটা মূল্যবান।
আর প্রিয় মানুষ, যদি চাও স্মরণীয় হতে,
শিখো এই শিল্প—ভালোবাসার পবিত্র কলা।
হয়ে যাও সেই পুরুষ, যে তার জীবনকে বানায় কবিতা,
যে তাকে শেখায়, ভালোবাসা—সবচেয়ে সুন্দর মাস্টারপিস।
০১ মে ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal