কৃষ্ণচূড়া
মোস্তফা জামাল গুমুজি
আকাশে আগুন ছড়ায় যে রঙে,
মাটিতে সে নামে কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।
গ্রীষ্মের রৌদ্র যতই তপ্ত হোক,
এই ফুল ফোটে ভালোবাসার অভিমানে।
লাল রঙে জ্বলে ওঠে প্রতিটি শাখা,
যেন কারো চুপ থাকা আবেগের ভাষা।
হাওয়া এলেই দুলে ওঠে সে,
এক নিরব গান গায়, বুকে জমে থাকা কথার।
যেখানে কৃষ্ণচূড়া ফোটে,
সেখানে বসন্ত থাকে অপেক্ষায়।
প্রেমিক চোখে সে জ্বলন্ত কবিতা,
প্রেমিকার চুলে লাল ফুলের উপাখ্যান।
একদিন কেউ বলেছিল—
“তুমি যেন কৃষ্ণচূড়ার মতো, জ্বলতে জানো, কিন্তু পোড়াও না।”
তাই আজো সেই গাছের নিচে দাঁড়িয়ে ভাবি,
তুমি কি এখনো আগুনের মতো নাকি ছায়ার মতো?
তোমার নাম নেই পাতায়, নেই শাখায়,
তবু প্রতিটি পাপড়ি তোমার গল্প বলে যায়।
এই ফুল শুধু ফুল নয়,
এ এক বিস্মরণে রয়ে যাওয়া ভালোবাসার চিহ্ন।
০১ মে ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal