বোরখা পরিহিতা এক ঝাড়ুদার
লেখক: মোস্তফা জামাল গুমুজি
বোরখা পরিহিতা এক বোন, হাতে ঝাড়ু,
সকালের কুয়াশায় দাঁড়িয়ে কমলাপুর প্ল্যাটফর্মে,
ট্রেন আসে, ট্রেন যায়,
কেউ দেখে না,
সে যে একটা জীবন বয়ে বেড়ায় প্রতিটি ঘায়ে ঘায়ে।
কেউ দেখে না, তার চোখের ক্লান্তি,
চোখে ঘুম নেই, তবু বুক ভরা জেগে থাকা স্বপ্নের গন্তব্য,
ধুলো উড়ে, প্লাস্টিক ঘোরে,
তবু সেই ময়লাতেই থাকে তার সাধনার আয়না।
চাদর ঢাকা মুখ—
তাতে কি চিহ্ন লুকানো যায় শ্রমের?
তার কোমর বাঁকা, কিন্তু ইচ্ছেটা সোজা—
“একটা সংসার আছে, মা অসুস্থ, ছোট ভাই স্কুলে যায়,
আর আমি এখানে,
ভোরের আগে উঠে জীবন ঝাঁট দিচ্ছি—
যেন অন্য কেউ সাদা পাতায় দিন শুরু করতে পারে।”
কেউ তার ছবি তোলে না,
সেলিব্রেটি নয় তো সে,
তবু কত বড় তার অবদান—
এই শহরটা পরিচ্ছন্ন থাকে তার অদৃশ্য স্পর্শে।
বোরখার আড়ালেও জ্বলছে আলো,
একটা মেয়ের নিজের মতো করে টিকে থাকার লড়াই,
কমলাপুরের প্ল্যাটফর্মে তার গল্প পড়ে থাকে
ময়লার ডাস্টবিনে নয়,
যারা বোঝে, তাদের হৃদয়ের পাতায়।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal