ভালোবাসার অত্যাচার
মোস্তফা জামাল গুমুজি
ভালোবাসা, নামটি মিষ্টি,
তবু এর ভার বড়ই দৃশ্যি,
মন বাঁধে, মন ভাঙে,
অশ্রুর স্রোত নিঃশব্দে ঢাকে।
এ কেমন অত্যাচার,
যার নেই কোনো প্রতিকার,
হৃদয় ছিন্নভিন্ন হয়,
তবুও মুখে হাসির ছায়া রয়।
স্বেচ্ছায় নিলাম এ বেদনা,
মেনে নিলাম তার চেনা,
প্রতিবাদ করিনি কখনো,
শুধু ভালোবেসে গেলাম বারণও।
এমন অত্যাচার আর কোথায়?
হৃদয়ে আগুন, চোখে জল থমকে যায়,
ভালোবাসার নামেই বন্দি প্রাণ,
নীরব হাহাকারে বেজে ওঠে গান।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal