বিশ্বাসের ভার
মোস্তফা জামাল গুমুজি
বিশ্বাস এক আশার আলো,
হৃদয়ে বাঁধে স্বপ্নের পালো,
যা পাই জীবনে, সে বিশ্বাসে,
আকাশ ছোঁয়ার আশায় ভাসে।
কখনো আবার ভাঙে সে দেয়াল,
নিরব কষ্টে ঝরে বুকের মাল,
বিশ্বাস ভেঙে গেলে,
মনের রঙ ম্লান হয়ে মেলে।
বিশ্বাস দিলে জীবন হয় সুন্দর,
বিশ্বাস ভাঙলে সব হয় অন্তর,
একবার হারালে সে সেতু,
ফিরে আসে না, বয়ে নেয় বৃত্ত।
তাই ধরো বিশ্বাসের হাত,
তাতেই আছে সুখের প্রভাত,
বিশ্বাস হারালে, শূন্য সব,
হারিয়ে যাবে জীবনের রব।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal