সময়ের রঙ
মোস্তফা জামাল গুমুজি
সময় যখন খারাপ যায়,
বন্ধু ছলকে অশ্রু ঝরায়,
সুযোগ খোঁজে, পথ বদলায়,
চেনা মুখ অচেনা হয়, দূরে সরে যায়।
কথার বাঁধনে বাঁধা ছিল মন,
সময় এলেই খুলে যায় সেই বন্ধন,
পাশের ছায়াগুলোও দৃষ্টি লুকায়,
খারাপ সময়ে সবাই পর হয়ে যায়।
তবু আশা থাকে হৃদয়ের কোণে,
ভালো দিন আসবে নতুন ভোরে,
সময় বদলালে মানুষও বদলায়,
তবে সত্যিকারের সম্পর্ক টিকে যায়।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal