ভালোবাসার দান
মোস্তফা জামাল গুমুজি
অন্যের ভালো চাইতে শিখো,
সৃষ্টিকর্তা দেখবে তোমায়।
ভালোবাসার দান যে করবে,
তার জীবন রঙিন হবেই একদিন।
হৃদয়ে রাখো নরম আলো,
পরের দুঃখে দিও সান্ত্বনা।
তোমার প্রার্থনায় যদি থাকে,
সবাই সুখী হোক— সে হবে পূর্ণতা।
কাউকে দেখে হিংসা করো না,
নিজের পথে থাকো দৃঢ়।
ভালো চাও, ভালো হবে,
স্রষ্টা তোমার পাশে নিশ্চয়ই রবে।
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal