তুমি আছো
মোস্তফা জামাল গুমুজি
প্রিয়তমা, তুমি আছো বলে…
পৃথিবীটা যেন আরও সুন্দর লাগে।
প্রকৃতির রঙগুলো প্রাণ পায়,
নীল আকাশও গভীরতা সাজায়।
বাতাস ছুঁয়ে যায় কোমল করে,
নদীর কলতানে শুনি তোমার সুর,
সূর্যের আলোয় পাই উষ্ণতা,
তোমার হাসির মতো অমলিন নূর।
বিকেলের সোনাঝরা রোদে দেখি,
তোমার চোখের মায়াবী ছবি,
যেখানে ডুবে যেতে চায় মন,
বারবার, অনন্ত, নিরবধি।
রাতের চাঁদনী ছুঁয়ে আসে,
তোমার ভালোবাসার ছায়া হয়ে,
সব কষ্ট মুছে যায় হঠাৎ,
হৃদয়ে প্রশান্তি বয়ে যায় ধেয়ে।
তুমি আছো, তাই শূন্যতা ভরে,
জীবনটা কেবল দায়িত্ব নয়,
ভালোবাসার এক অপার আশীর্বাদ,
যেখানে তুমি আছো, স্বপ্নময়।
ঝরা পাতার মর্মরে শুনি,
তোমার স্নেহভরা কণ্ঠস্বর,
যা সাহস দেয়, শক্তি জোগায়,
বেঁচে থাকার দেয় নতুন প্রহর।
তুমি আছো, তাই জীবন রঙিন,
তুমি আছো, তাই বয়ে চলে
হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসার নদী,
যেখানে শুধু একটাই নাম— তুমি!
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal