ভালোবাসা কখনো অপ্রিয় হয় না
মোস্তফা জামাল গুমুজি
ভালোবাসা কি অপ্রিয় হয়?
না, সে থাকে হৃদয়ের কোণে,
সময় বদলায়, রঙ হারায়,
তবু সে থাকে চিরদিন মনে।
প্রাক্তন হলেও প্রিয় সে থাকে,
ঘৃণার আঁচড় পড়ে না তায়,
যদি রূপ বদলায় অনুভূতি,
ভালোবাসা তবু ফুরোয় না হায়।
তুমি যদি দূরে চলে যাও,
নতুন প্রিয় খুঁজে নাও যদি,
তবু আমার হৃদয়ের কোণে,
থাকবে তুমি চিরদিনই সদি।
এটাই প্রেমের মহিমা খাঁটি,
যেখানে দূরত্ব কিছু নয়,
যাকে একদিন ভালোবেসেছি,
সে হৃদয়ে অপ্রিয় হয়?
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal