শতবর্ষের ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
এক সাথে কাটল আশি বছর,
তবু ভালোবাসা অটুট রয়ে,
নানা খেতে বসলে পাশে নানী,
নাহলে মুখে খাবার যায় না বইয়ে।
বাজার থেকে এল বড় কই,
নানা বলল, “ফ্রাই করে দিও,”
খেতে বসে অর্ধেক খেলেন,
বাকিটা নানীর পাতে দিলেন তিও।
এ তো শুধু এক দিনের গল্প নয়,
যুগ যুগ ধরে চলছে এ রীতি,
ভালোবাসা যেখানে হৃদয়ে বোনা,
সেখানে নেই অবহেলার নীতি।
আমাদের যুগ হয়তো হাসবে তাতে,
আধুনিকতা হয়তো খোঁজে ব্যাখ্যা,
কিন্তু যারা দেখেছে চাক্ষুষ এ প্রেম,
তারাই বোঝে এর গভীরতা, সখ্যতা।
নানা-নানী বেঁচে থাক শতবর্ষ,
ভালোবাসা থাকুক সহস্র বছর,
এমন প্রেমের গল্প রয়ে যাক,
যুগের পর যুগ, প্রজন্মের পর।
📅 ০৫ এপ্রিল ২০২৬, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal