ভাগ্যের খেলা
মোস্তফা জামাল গুমুজি
এক দরিদ্র কৃষক ছিল,
পুত্র নিয়ে চাষ করত,
কঠোর পরিশ্রমে জীবন তার,
তবু সুখের আশ রাখত।
একদিন ঘোড়াটি পালাল হঠাৎ,
পুত্র বলল, “দুর্ভাগ্য বড়!”
বৃদ্ধ বলল, “সময় দেখে নিও,
জানবে এর উত্তর।”
ক’দিন পর ঘোড়া ফিরল ফিরে,
সঙ্গে আনল সাথী,
পুত্র বলল, “সৌভাগ্য এ যে!”
বাবা বলল, “না, না এখনো নাথি!”
পুত্র উঠল নতুন ঘোড়ায়,
ছিটকে পড়ল ধরা,
ভাঙল পা, ব্যথার বোঝায়,
বলল, “দুর্ভাগ্য এ যে অঢেল!”
বৃদ্ধ বলল, “সময় দেখে নিও,
জানবে এর মূল রহস্য,”
পুত্র তখন বুঝল না কিছু,
ব্যথায় ভরা গলাস্থ।
রাজ্যের সৈন্য এল একদিন,
তরুণদের নিল ধরে,
ভাঙা পা দেখে ফেলে গেল,
পুত্র বাঁচল সে তরে।
তখন বুঝল জীবন মানে,
ভাগ্য-দুর্ভাগ্য মিথ্যা,
সময়ের খেলায় যা রচে,
তাই-ই সত্য নিঃসন্দেহা।
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal