ভালোবাসা হারায় না
মোস্তফা জামাল গুমুজি
একশ’ দশ বছরের পথ—
হাঁটছেন পাশাপাশি, ধীরে ধীরে,
জীবনের প্রতিটা দিন
তোমরা কেবল দু’জনেই লিখেছো ইতিহাস।
চোখে চশমা, হাতে কাঁপুনি,
তবু চায়ের কাপ হাতে নিয়ে
স্ত্রী বলে— “এই নাও, একটু খেয়ে নাও।”
স্বামী মুচকি হেসে চায় তার দিকে,
সেই চাহনি এখনও প্রেমে ভরা।
বয়স নিল শরীর,
কিন্তু কেড়ে নিতে পারেনি মন,
ভালোবাসা এখনো ঠিক তেমনই—
যেমন ছিল প্রথম দেখা বিকেলে।
তুমি যখন কপালে হাত রাখো,
তার জ্বর কমে যায়,
তুমি যখন হাত ধরো,
তার আঙুলে ফিরে আসে উষ্ণতা।
হাসপাতালের বেডেও
তুমি পাখার বাতাস দাও—
ভালোবাসা মানে কেবল যৌবন নয়,
ভালোবাসা মানে দায়িত্ব, স্মৃতি, প্রতিশ্রুতি।
যে চোখে ছিলো স্বপ্ন,
সেই চোখেই আজো আশ্রয়,
সেই হাতই আজো শক্ত,
যতই বয়স বাড়ুক, ভালোবাসা ফুরায় না।
📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal