লজ্জিত জাতি
মোস্তফা জামাল গুমুজি
ভা’রতের বুকে কেউ কাঁদে— মসজিদের ভাঙা দরজায়,
মায়া’নমারে চোখ ভিজে— এক টুকরো জমির আশায়।
উই’ঘুরে বোনেরা রাতে ঘুমায় না,
নিরাপত্তার নাম শুনলে বুক কাঁপে— কেমন যেন আঁধার যেন ভীষণ চেনা।
সুদানে পেট চোঁ চোঁ,
কঙ্গো আর মোজাম্বিকে খাবার মানেই স্বপ্নের মতো,
বাঁচার অধিকারও সেখানে বিলাসিতা,
আর ফি’লি’স্তিনে শিশুরা কাঁদতেও ভুলে গেছে—
তারা এখন জানে, মৃত্যু মানেই শান্তি!
আর আমার দেশে?
হ্যাঁ, এখানেও চোখ ভিজে—
ঈদে মুক্তি পাওয়া সিনেমায় নায়ক মরলে কাঁদে,
নায়িকার প্রেম ভেঙে গেলে বুকে ধরে টান দেয়।
আমরা একটাই কিতাবে বিশ্বাসী,
একটাই কিবলার দিকে মাথা নুইয়ে রাখি—
তবু, অনুভব যেন ভাগ হয়ে গেছে শত পথে,
একজন কাঁদছে কোরআনের পাতা ছিঁড়ে ফেলার বেদনায়,
আরেকজন সিনেমার দৃশ্যে নস্টালজিক!
আহ! লজ্জা লাগে মুসলিম বলার আগে,
আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু চোখের জল সস্তা জায়গায় ফেলি।
উম্মাহ বলে গলা ফাটাই,
কিন্তু যাদের জন্য কান্না দরকার— তাদের দিকেই ফিরি না!
হে আল্লাহ!
তুমি আমাদের কাঁদার যোগ্যতা ফিরিয়ে দাও,
আসল কষ্ট বোঝার চোখ দাও,
আর আমাদের হৃদয়কে জাগিয়ে দাও,
যাতে অন্তত মুসলিম পরিচয়ে
আর কখনো লজ্জা না পাই।
📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal