তুমি নারী, তুমি পৃথিবীর আলো
মোস্তফা জামাল গুমুজি
তুমি যখন হাসো,
ঘর জ্বলে ওঠে আলোয়—
তোমার একটি হাসিতে
বাচ্চার কান্না থামে,
স্বামীর ক্লান্তি কমে যায়,
সংসার পায় নতুন রঙ।
তুমি একা নও,
তুমি এক অদৃশ্য স্থম্ভ—
যার উপর দাঁড়িয়ে আছে
একটি সংসার, একটি জাতি, একটি ভবিষ্যত।
তোমার হাতে খাবার,
তোমার চোখে ঘুমহীন রাত,
তোমার বুক জুড়ে ভালবাসা,
তোমার কাঁধে পৃথিবীর ভার।
তুমি মা, তুমি সাথী, তুমি শিক্ষক—
তুমি ডাক্তার, নার্স, কবি,
তুমি সে অনন্ত নদী,
যার স্রোতে বয়ে চলে আশার বার্তা।
সংসার যখন খারাপ যায়,
তোমাকেই করা হয় দায়ী—
কিন্তু কেউ বোঝে না,
তুমি কতোটা দিচ্ছো নীরবে, প্রতিদিন।
হে নারী,
তুমি শুধু কোনো পুরুষের স্ত্রী নও—
তুমি একটি প্রজন্মের জন্মদাত্রী,
তুমি সেই আলো,
যা অন্ধকারে পথ দেখায়।
তাই আজ,
তুমি একবার প্রাণ খুলে হাসো,
নিজেকে নিয়ে গর্ব করো,
তুমি নারী—
তুমি পৃথিবীর শক্তি,
তুমি পৃথিবীর আলো।
📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal