ভালো মানুষের গল্প
মোস্তফা জামাল গুমুজি
দুনিয়ায় সব কিছু পাওয়া সম্ভব,
পরিশ্রমে, বুদ্ধিতে, ভাগ্যের ছোঁয়ায়,
কিন্তু একজন ভালো হৃদয়ের মানুষ,
মেলে না শুধু চাইলে, চাওয়ার খোঁজায়।
সে আসে নিঃশব্দে, নীরবে পাশে,
দুঃখের সন্ধ্যায় হাতটি ধরে,
সে থাকে আগলে, আপন করে,
বদলায় না সময়ের ফেরে।
সৌভাগ্য যার, সে পায় এমন,
একটি হৃদয়—পবিত্র, মায়াবী,
তাকে পেলে হারিও না বন্ধু,
জীবন হবে শান্ত, স্বপ্নময় কবি।
📅 ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal