বদলায় আচার, মন নয়
মোস্তফা জামাল গুমুজি
মানুষ কি বদলায় আসলেই?
নাকি শুধু রঙ বদলায়?
একই হৃদয়, একই চাওয়া,
শুধু মুখোশ পাল্টায়।
সময়ের স্রোতে আচরণ বদলায়,
নতুন পথে পা বাড়ায়,
কথার সুরে বদলায় স্বর,
কিন্তু ভেতর ঠিকই রয়।
যে হাসত একদিন খোলা মনে,
আজ সে নির্লিপ্ত হয়,
যে ছিল পাশে প্রতিটি ক্ষণে,
আজ সে দূরত্ব বয়ে।
মানুষ বদলায় না কখনো,
শুধু পাল্টায় তার ভাষা,
ভালোবাসা বদলায় না,
বদলায় কেবল তার প্রকাশা।
📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal