গরীবের ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
ভালোবাসা কি শুধু মন বোঝে?
নাকি টাকার ওজন তোলে?
স্বপ্ন গড়ে, হাতটি ধরে,
তারপরই কি হিসেব খুলে?
শূন্য হাতে ভালোবাসা,
শুধুই কি এক উপহাস?
গরীবের প্রেম নিলাম হয়,
চৌরাস্তার মোড়ে বারো মাস।
বুকের ব্যথা, চোখের জল,
দেখার সময় কারো নেই,
যার পকেটে দামে ভরা,
তবেই তার প্রেমের স্থান পাই।
আগে টাকা, পরে ভালোবাসা,
এটাই বুঝল পৃথিবী,
গরীবের হৃদয় পড়ে রইলো,
নিলামের সেই ছায়াতলী।
📅 ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal