ভালো মানুষ, ভালো চিকিৎসক
✍ মোস্তফা জামাল গুমুজি
হোয়াইট কোট পরলেই কি চিকিৎসক হওয়া যায়?
শুধু বই পড়ে কি রোগ সারানো যায়?
আগে হতে হয় মানুষ, কোমল হৃদয়,
তারপরেই হাতে আসে চিকিৎসার পরিচয়।
প্রেসক্রিপশনের অক্ষর যেন ভালোবাসার লেখা,
প্রতিটি ওষুধে থাকে আশার রেখা।
শুধু শিরায় নয়, ছুঁতে হয় মন,
মানুষের ব্যথায় হয়ে উঠতে হয় আপন।
রোগীর চোখে থাকে ভরসার ছবি,
সান্ত্বনার স্পর্শে যাক না সব গ্লানি।
শুধু শুশ্রূষা নয়, চাই একটু শ্রদ্ধা,
ভালো চিকিৎসকের আগে হও ভালো হৃদয়া।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal