সংসারের রঙ
✍ মোস্তফা জামাল গুমুজি
সংসার কি? কেবলই সম্পর্ক, নাকি কিছু অভ্যেস?
রোজকার জল, বোতামের সেলাই, সুখ-দুঃখের মিলেমিশে বাস।
সংসার মানে অফিস ফেরত এক গ্লাস জলের দান,
সংসার মানে চুপটি করে চোখে চোখের গান।
সংসার মানে—
নুন বেশি হলেও হাসিমুখে খেয়ে নেওয়া,
গাঢ় নীল পছন্দ না তবু পরা,
শাড়ি ভালো না লাগলেও একদিন শুধু তার তরে
লাল টুকটুকে শাড়িতে দাঁড়িয়ে যাওয়া।
সংসার মানে ভুলে যাওয়া তারিখ,
তবু না ভোলা একে অপরের শ্বাস।
সংসার মানে ঝগড়া শেষে রাতের খাবারে
এক প্লেট ভাত, এক টুকরো ভালোবাসা।
সংসার মানে রাত জেগে শিশির ভেজা পথচলা,
সংসার মানে মাসের শেষে দীর্ঘনিঃশ্বাসে বলা,
“আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো,
আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও…”
সংসার মানে কেবল থাকা নয়,
প্রতিটি মুহূর্তে যাপন করা,
ভাঙাগড়ার মাঝেই নতুন করে
একটা ভালোবাসার গাঁথুনি জোড়া।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal