প্রশান্তির দান
✍ মোস্তফা জামাল গুমুজি
আম গাছের ছায়ায় রাখা জল,
তৃষ্ণার্ত পাখির তৃপ্তির কল।
তিন বছর ধরে একটানা পড়ে,
জল নিতে আসে যে কত জন রে!
আমরা দিলেই কি তারা পায়?
না দিলেও রিজিক ঠিকই জোটায়।
আল্লাহ তাঁর রহমতে রাখেন হিসাব,
তবু দানের মাঝে মেলে প্রশান্তির স্নেহস্নান।
একটি মুদ্রা এক ভিক্ষুকের হাতে,
মুহূর্তে হাসি ফোটে তার মুখপাতে।
সে আজকের রিজিক পেতেই যদি,
তবে দিলাম কেন? কী পেলাম আমি?
পেলাম শান্তি, পেলাম সুখ,
পেলাম হৃদয়ে আলোর এক দিক।
মানুষকে দাও, হাসাও প্রাণ,
ফিরে আসবে একদিন সেই দানের গান।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal