ভালো লাগার পর
মোস্তফা জামাল গুমুজি
হাজার বছর একা ছিলাম, নদীর মতো বয়ে,
নিঃসঙ্গতার গভীর রাতে, চাঁদের আলো হয়ে।
একলা পথ, একলা আকাশ, সঙ্গী শুধু ছায়া,
মেঘের মতো উড়ে বেড়াই, নেই কোনো মায়া।
তারপর হঠাৎ এলে তুমি, এক বিকেলের আলো,
সবকিছুই বদলে গেল, হৃদয় পড়ল দুলো।
এখন তুমি ছাড়া জীবন, মরুভূমির বালি,
তৃষ্ণার্ত মন খোঁজে শুধু, তোমার কথার ডালি।
ভালো লাগার পর যে মানুষ, একলা থাকতে পারে?
কাছে থেকো, না হয় দূরে—মন কাঁদে তোমার পাড়ে।
📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal