একান্ত
মোস্তফা জামাল গুমুজি
কিছু কিছু ব্যথা থাকে, বলার নয়,
কিছু কিছু কথা থাকে, শোনার নয়।
কিছু কিছু ক্ষত থাকে, দেখার নয়,
কিছু কিছু অনুভূতি থাকে, বোঝার নয়।
সব গল্প বলা যায় না,
সব কান্না ঝরা যায় না।
সব শূন্যতা পূরণ হয় না,
সব অপেক্ষা শেষ হয় না।
কিছু কিছু বিষয় একান্ত,
নিজের ভেতরেই থাকে বন্দী,
সময়ের সাথে গলে গলে মিশে,
হারিয়ে যায় একলা সন্ধ্যায়।
তবু কিছু চাওয়া রয়েই যায়,
নিরবতার গভীরে হারিয়ে,
কেউ জানে না, কেউ বোঝে না,
একান্ত কথারা রয়ে যায় একান্তই…
📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal