টাকার মূল্য
মোস্তফা জামাল গুমুজি
টাকার গুরুত্ব বুঝবে তখনই,
যখন সন্তানের চোখ ভিজবে,
খেলনার জন্য দাঁড়িয়ে থাকবে,
অথচ কিনে দিতে পারবে না।
যখন অনুষ্ঠানে যাবে দু’জন,
স্ত্রীকে দেখবে ফিকে,
অন্যদের ঝলমলে সাজের মাঝে
তার লজ্জা হবে টিকে।
শ্বশুরবাড়ির দরজায় দাঁড়িয়ে,
বুঝবে স্পষ্ট হারে,
একজন জামাই সম্মান পায়,
অন্যজন থেকে দূরে।
যখন স্ত্রী মন খারাপ করে,
তার ছোট্ট স্বপ্নগুলো,
পূরণ করতে না পারার ব্যথায়
বুঝবে টাকার আলো।
সন্তান সাইকেলের বায়না ধরে,
তুমি শুধু চুপ করে থাকো,
হৃদয়ের কোণে দগদগে ক্ষত,
অর্থের অভাবের আঁচড় রাখো।
রেস্টুরেন্টে বসে খাবার শেষে,
বিল দেওয়ার সময়,
বোঝা যাবে জীবনের মানে,
টাকার প্রয়োজন কত গভীর হয়।
তোমার পাশে থাকবে না কেউ,
যদি থাকে অভাব,
ধনীজনের সহানুভূতিও
থেকে যাবে দূরের স্রোতস্বাদ।
টাকার অভাবেই বুঝবে তুমি,
এর আসল প্রয়োজন,
জীবনের নব্বই ভাগ যন্ত্রণা
টাকা দিয়েই হয় সমাধান।
তাই সংগ্রাম করো, স্বপ্ন বুনো,
কুড়িয়ে নাও সোনার ধন,
জীবন হবে সহজ পথিক,
থাকবে না কোনো বঞ্চন।
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal