উদাস মন
মোস্তফা জামাল গুমুজি
উদাস চোখে হারায় পথ,
হৃদয় যেন বোবা, নীরব।
দূর আকাশে ডানা মেলে,
স্বপ্নেরা আজ পথ ভুলে।
মায়ার জগৎ মিথ্যা বেসে,
ভালোবাসা খোঁজে অনুরাগে।
পৃথিবীর এই রঙিন খেলায়,
মন পুড়ে যায় নিভৃত মেলায়।
ভালোবাসা হোক সত্যের পথ,
মিথ্যার মোহে না হোক গ্রথ।
উদাস চোখে, হতাশ মনে,
আলো জাগুক অন্তরের কোণে।
রবিবার, ২৩ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal