হিজাবের মানে
মোস্তফা জামাল গুমুজি
হিজাব দুটি, দুটি পথ,
একটি আলো, একটি মোহ।
কেউ চায় নজর কাড়াতে,
কেউ চায় নিজেকে ঢাকাতে।
একটি পথে মুগ্ধতা মানুষে,
অন্য পথে রবের প্রভায় হাসে।
আড়ালে লুকিয়ে থাকে যে মান,
সে জানে কোথায় সত্যের জ্ঞান।
হিজাব শুধু কাপড়ের ঢাল নয়,
এ হৃদয়ের গভীরতায় রয়।
নিয়তটা হোক পরিশুদ্ধ,
তবেই সে পাবে রবের মুগ্ধ।
বেছে নাও পথ, খোঁজো মন,
আসল সৌন্দর্য লুকিয়ে সেইজন।
দৃষ্টি আকর্ষণ, না দৃষ্টিরোধ –
কোন পথে চাইবে আত্মার বিস্মৃত স্রোত?
রবিবার, ২৩ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal