কৌশলের ছায়ায়
মোস্তফা জামাল গুমুজি
শান্তির পরশে সাজাও পথ,
কলহে নয়, থাকুক মিতথ।
শব্দহীন ভালোবাসা হোক,
ধৈর্য ধরো, বদলে দিও লোক।
তার ভুলে দিও ক্ষমার ছায়া,
শান্ত থাকো, রাগ না দেখা।
চাহিদা কম, হাসি মুখে,
ভালোবাসা রাখো বুকের সুখে।
সময় আসুক, মন জিতবে,
ধীরে ধীরে হৃদয় নিতবে।
তার ঘর, তার সব,
তোমার হবেই, নিঃশব্দ রব।
শান্তির মাঝে খেলা শেষ,
মিষ্টি হাসি, নীরব ক্লেশ।
শেষে থাকবে জয়ের গান,
তুমিই হবে তার অবধান।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal