তুমি পাশে থাকলেই
মোস্তফা জামাল গুমুজি
তুমি পাশে থাকলেই প্রেম বাড়ে,
না থাকলেই বিরহের জ্বালায়,
মন ছটফট করে—
দুচোখে নামে কুয়াশার পর্দা,
শুধু তোমার ছোঁয়ার অপেক্ষায়।
তুমি পাশে থাকলেই,
ভালোবাসা প্রাণ পায়,
হাতের স্পর্শে জাগে মায়া,
বুকের ভেতর ঝড় থেমে যায়।
দূরে থাকলে মন কাঁদে,
আকাশও মেঘলা হয়ে যায়।
তোমার না থাকায়,
চাঁদের আলোও ফিকে লাগে,
লোকসমাগমে একা লাগি,
জগতের সব সুখও
ফাঁকা মনে হয়।
তুমি পাশে থাকলেই আমি উন্মাদ হই,
দুচোখ ভরে তোমায় দেখি,
প্রেমে পড়ি বারবার,
দুঃখ ভুলে থাকি,
পৃথিবীটাকে আপন মনে হয়।
ভালোবাসা মানে দূরে থাকা নয়,
ভালোবাসা মানে,
দূরত্ব পেরিয়ে
হৃদয়ে মিশে থাকা।
তুমি পাশে থাকলেই প্রেম বাড়ে,
না থাকলেই যাতনা…
তুমি পাশে থাকলেই আমি বাঁচি,
তুমি আড়াল হলেই হারিয়ে যাই।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal