স্বপ্নের মূল্য
মোস্তফা জামাল গুমুজি
স্বপ্নগুলো সব আধমরা,
চারিদিকে শুধু টাকার খরা।
সুদিনে থাকে সবাই পাশে,
অভাবে কেউ নয় বিশ্বাসে।
টাকাতেই মিলে সব নাম,
না থাকলে নেই কোনো দাম।
স্বপ্ন আজ বোবা, নিঃস্ব,
টাকার কাছে হেরে যায় বিশ্বাস।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal