বিদায়ের সুর
মোস্তফা জামাল গুমুজি
শান্ত দেহ পড়ে আছে, নিঃশব্দ, নিথর,
চারপাশে দাঁড়িয়ে জনতা —
কেউ চোখ মুছে, কেউ গলা সাধে,
কেন এ বিদায়ে বাজে সুরের বাতাস?
যে দেহ পাড়ি দিলো অনন্তের পথে,
তার প্রার্থনা কি ছিলো না?
কেন দোয়ার বদলে রাগে-তালে,
তারা গাইছে বিদায়ের গান?
জীবন শেষ, লিপি লেখা হলো,
আত্মা কি চায়নি শান্তি?
তবু কেন উঠলো গানের ধ্বনি,
শোকের মাঝে এমন উল্লাসের ছাঁদ?
যে বিদায় জানানো হয়
দোয়ার বদলে গানে,
সে বিদায় কি সত্যিই
শান্তির ছোঁয়া আনে?
আমরা কি ভুলিনি
জানাজা, দোয়া, ভক্তি?
কেন বিদায় বেলায়ও
বেজে উঠে দ্বিধার সুর?
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal